kalerkantho


১৩ জঙ্গির লাশ নিয়ে সংকট

নিজস্ব প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে থাকা ১৩ জঙ্গির লাশ নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন পড়ে থাকা লাশ হস্তান্তর হচ্ছে না, আবার ফ্রিজে হচ্ছে না স্থান সংকুলান। এ অবস্থায় লাশ সরিয়ে নিতে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির লাশ পড়ে আছে ৪১ দিন ধরে। এর সঙ্গে যোগ হয়েছে নারায়ণগঞ্জে নিহত তিন এবং রূপনগরে নিহত আরেক জঙ্গির লাশ। অন্যদিকে প্রতিদিনই ঢামেক মর্গে অন্তত পাঁচটি মৃতদেহ রাখতে হয় নানা ঘটনার সূত্রে। এতে ফ্রিজে স্থান সংকুলান হচ্ছে না। অন্যদিকে পরিচয় শনাক্তসহ তদন্তসংশ্লিষ্ট কাজের জন্য পুলিশ লাশগুলো সংরক্ষণ করছে। আর জঙ্গিদের পরিবারের পক্ষ থেকেও লাশ গ্রহণে আগ্রহ দেখানো হচ্ছে না বলে কর্মকর্তারা জানান।

ঢামেকের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘মর্গের ফ্রিজের সমস্যা আছে। এর মধ্যে কতগুলো লাশ দীর্ঘদিন পড়ে আছে। প্রতিদিন অন্তত পাঁচটি লাশ হিমাগারে রাখতে হয়। স্থান সংকুলান না হওয়াতে আমরা সমস্যায় পড়েছি।’

ঢামেকের অধ্যক্ষ ইসমাইল খান বলেন, ‘এ বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। তারা যেন অন্তত কল্যাণপুরের লাশগুলো সরিয়ে নেয়। শাহবাগ থানার ওসি ও ডিএমপিতে চিঠি দিয়েছি আমরা।’


মন্তব্য