kalerkantho


বিএসএমএমইউ

আপিল করার সুযোগ পেলেন ১১০ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করে আপিল করার সুযোগ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১১০ চিকিৎসক। তাঁদের চার সপ্তাহের মধ্যে এবং বিএসএমএমইউ কর্তৃপক্ষকে ছয় সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এক আদেশে বিএসএমএমইউয়ের ১১০ চিকিৎসককে আপিল করার অনুমতি দেন। ওই চিকিৎসকদের পক্ষে আইনজীবী ছিলেন ড. কামাল হোসেন ও অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। বিএসএমএমইউয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০০৫ সালের ২৬ মে বিএসএমএমইউয়ের ২০তম সিন্ডিকেটে ২০০ মেডিক্যাল অফিসারের পদ সৃষ্টি করা হয়। এরপর এসব পদে ‘কিছুসংখ্যক’ চিকিৎসক নিয়োগের জন্য ওই বছরের ১৮ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়।


মন্তব্য