kalerkantho


‘ধলেশ্বরীর বাঁকে সাংস্কৃতিক মেলা’

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০‘রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে...’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের কথা আর সুরে উপস্থিত দর্শক-শ্রোতারা তখন বিমোহিত। মঞ্চের পাশেই ধলেশ্বরী বইছিল আপন মনে। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি! কিন্তু এই বৃষ্টিই অনুষ্ঠানে যোগ করল ভিন্ন মাত্রা। কিছুক্ষণ পরই আবার জ্বলজ্বলে রোদ। রোদ-বৃষ্টির এই খেলার মধ্যে আবৃত্তি, নৃত্য, নানা দেশজ গানের সুরে সুরে ফুটে উঠছিল প্রকৃতির নানা রূপ। গতকাল রবিবার মুন্সীগঞ্জ শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘ধলেশ্বরীর বাকে সাংস্কৃতিক মেলা’র আয়োজন করা হয়। শুরুতেই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

ব্যতিক্রম এই আয়োজনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. হারুন-অর-রশীদ, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জি,মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, ফারহানা মির্জা প্রমুখ।


মন্তব্য