kalerkantho


ডিএসসিসি মেয়রের উপস্থিতিতে ওয়াসার বিরুদ্ধে অভিযোগ

১২ নম্বর ওয়ার্ডে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০যেখানেই নাগরিক সমস্যার কথা শুনতে যাই, সেখানেই সব সমস্যা ওয়াসার। ঢাকা ওয়াসাকে এসব সমস্যার সমাধানে আরো দায়িত্বশীল হতে হবে। এ মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর মালিবাগে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘জনতার মুখোমুখি, জনগণের প্রতিনিধি’ শীর্ষক মতবিনিময় সভায় স্থানীয়দের অভিযোগের কথা শুনে মেয়র এ মন্তব্য করেন। ডিএসসিসির ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ আয়োজন করেন।

সভায় ঈদুল আজহার সময় করপোরেশনের নির্ধারিত ৫৮৩টি স্থানে পশু কোরবানির জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান মেয়র।

স্থানীয়দের অভিযোগ, ওই ওয়ার্ডের মালিবাগ মোড়, মালিবাগ বাজার রোড, শান্তিবাগ ও বকশিবাগের রাস্তায় অল্প বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে শান্তিবাগ-মালিবাগ মারুফ মার্কেটের পেছনের ওয়াসার পানির পাম্প বন্ধ। তবে টাকা নিয়ে পাম্প থেকে পানি দেওয়া হয়। ওয়াসা নিয়ে আরো অনেক অভিযোগ করে এলাকাবাসী।

অভিযোগ শোনার পর সাঈদ খোকন সেসব সমাধান করার আশ্বাস দেন। সভায় উপস্থিত ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলী সমস্যা সমাধানের বিষয়ে সীমাবদ্ধতার কথা জানান। জনতা তাঁর কথার প্রতিবাদ জানায়।

ডিএসসিসির ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. বখতিয়ার প্রমুখ।


মন্তব্য