kalerkantho


চাঁদপুরে দগ্ধ ট্যাংকার চালকের সহকারীও মারা গেলেন

নিজস্ব প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে বুধবার রাতে যুমনা অয়েল এজেন্সির গোডাউনে তেলের ট্যাংকার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো একজন গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম মাসুদ হোসেন (২৮)। তিনি ট্যাংকারের চালকের সহকারী ছিলেন। তাঁকে নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে দাঁড়াল। জানা গেছে, নিহত মাসুদ হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মান্নান গাজীর ছেলে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মাসুদকে মৃত ঘোষণা করা হয়। তাঁর শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। গত বৃহস্পতিবার ভোরে দগ্ধ ছয়জনকে চাঁদপুর থেকে ঢাকায় আনা হয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও মুমূর্ষু দুজন আগেই মারা যান। এখনো তিনজন সংকটাপন্ন আছেন।

সংশ্লিষ্টরা জানান, গত বুধবার রাত ১২টার দিকে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ট্যাংকলরি থেকে একটি গুদামে জ্বালানি তেল নামানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে গুদাম ও এর পাশের একটি ভবনে আগুন ধরে যায়। ওই ঘটনায় সাতজন দগ্ধ হন, যাঁদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।


মন্তব্য