kalerkantho


ভবনে আগুন

নামতে গিয়ে গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার একটি ভবনে আগুন লাগার পর পানির পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে মারা গেছে এক গৃহকর্মী। গতকাল রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ভবনটির নিচতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পাঁচতলা ভবনটির আতঙ্কিত বাসিন্দারা ছাদে গিয়ে আশ্রয় নেন। প্রচণ্ড ধোঁয়ার কারণে তাঁদের কষ্ট হচ্ছিল। ওই সময় আতঙ্কিত হয়ে জান্নাতুল নাহার ভবনের পানির পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। পড়ে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক।

এই বিষয়ে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, জান্নাতুল নাহার ওই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটের গৃহকর্মী ছিল। ধোঁয়া ও আগুনের কারণে আতঙ্কিত হয়ে নিচে নামার চেষ্টা করলে সে পড়ে যায়।


মন্তব্য