kalerkantho


চূড়ান্ত ফল প্রকাশ

সিনিয়র স্টাফ নার্স পদে ৯৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সরকারি হাসপাতালগুলোতে ‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল রবিবার প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ মোট ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগ দিতে সুপারিশ করেছে পিএসসি। এর মধ্যে আট হাজার ৭৩৯ জন নারী ও ৭৪৫ জন পুরুষ। স্থগিত আছে ১২৫ জনের ফল। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে। এ ছাড়া মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এসএমএস পাঠিয়ে উত্তীর্ণ প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘এবারের নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে প্রথমবারের মতো আমরা অটোমেশন পদ্ধতির প্রয়োগ করেছি। এ কারণে মাত্র পাঁচ মাস ছয় দিনের মাথায় চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। চলতি বছরের ২৮ মার্চ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা ২৯ কার্যদিবসে ১১ হাজার ৯৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছি। প্রতিদিন প্রায় ৪০০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এটা বিশাল কর্মযজ্ঞ ছিল। এর পাশাপাশি বিসিএসসহ পিএসসির অন্যান্য কার্যক্রমও চলেছে।’

পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও তথ্যবিভ্রাট ও প্রশাসনিক কারণে ১২৫ জনের সুপারিশ স্থগিত রাখা হয়েছে। সুপারিশ স্থগিত থাকা প্রার্থীদের কমিশন গঠিত কমিটির কাছে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সনদ, তথ্য, নথিপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। এ ছাড়া সুপারিশ করা কোনো প্রার্থীর যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে তাঁর প্রার্থিতা বাতিল ছাড়াও আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য