kalerkantho


চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। স্ত্রী রাহাত আরাকে নিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান কালের কণ্ঠকে বলেন, মির্জা ফখরুল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন। রবিবার চিকিত্সকের সঙ্গে তাঁর অ্যাপয়েন্টমেন্ট। তিনি সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন।

মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় কয়েক মাস পরপর চিকিত্সকের পরামর্শ নিতে ফখরুলকে সিঙ্গাপুর যেতে হয়। গত বছরের জুলাই ও অক্টোবর এবং চলতি বছর জানুয়ারিতে তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন।বরফ কলের সিলিন্ডারের গ্যাসে শিশুসহ তিনজন অসুস্থ


মন্তব্য