kalerkantho


সমাবেশে নৌমন্ত্রী

কোনো ধর্মে সন্ত্রাস নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, যারা ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করছে তারা মুসলমান নয়। ইসলাম হচ্ছে শান্তি ও ভালোবাসার ধর্ম। কোনো ধর্মেই সন্ত্রাস নেই। গতকাল শনিবার মুন্সীগঞ্জে জঙ্গিবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

লৌহজং কলেজ মাঠে গতকাল জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। লৌহজংয়ের ইউএনও মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, লৌহজং কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী, ফেরদৌস আলম খান, মেহেদী হাসান প্রমুখ।

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। বিএনপি নেত্রী খালেদা জিয়াই জঙ্গির উত্থান ঘটিয়েছেন। যাঁরা জঙ্গি লালন-পালন করেন তাঁদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না। জিয়াউর রহমানের অনুমতিতেই বঙ্গবন্ধুকে হত্য করা হয়েছিল।


মন্তব্য