kalerkantho


সাঁতার শিখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু সাভারে

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সাভারে বন্ধুদের সঙ্গে খালে সাঁতার শিখতে গিয়ে মো. দিদারুল ইসলাম নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পৌর এলাকার নামাগেণ্ডা মহল্লার ওলি কম্পানির ইটভাটার পাশের ওই খালে এ ঘটনা ঘটে।

দিদারুল ইসলাম ওই মহল্লার মো. খোকনের ছেলে। সে স্থানীয় নিউ ক্যামব্রিজ একাডেমিতে অষ্টম শ্রেণিতে পড়ত।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই খালে বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে যায় দিদার। একপর্যায়ে হঠাৎ সে পানির নিচে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় ‘ম্যান ফর ম্যান’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ডুবুরিরা প্রায় আড়াই ঘণ্টা পর দুপুরে দিদারের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শেখ সাহাজুর রহমান জানান, তাদের অফিসে ডুবুরিদল না থাকায় ঢাকা থেকে ডুবুরি এনে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।


মন্তব্য