kalerkantho


লালবাগে কারখানায় আগুন, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধরা হলো হুমায়ুন, আব্দুল মজিদ ও আব্দুল বাতেন শেখ। গতকাল শুক্রবার দুপুরে পাঁচতলা ওই ভবনের চারতলায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেকে দগ্ধ শ্রমিক আব্দুল মজিদ কালের কণ্ঠকে জানান, কারখানাটি পাঁচতলা ভবনের চারতলায় অবস্থিত। এ ভবনের দোতলায় আগুন লাগলে তা পাঁচতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতেই অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।

বার্ন ইউনিটের মেডিক্যাল অফিসার ডাক্তার উম্মে সালমা জানান, দগ্ধ হুমায়ুনের শরীরের শ্বাসনালিসহ শরীরের ৫২ শতাংশ ও মজিদের

৪৬ শতাংশ পুড়ে গেছে। হুমায়ুন অগ্নিকাণ্ডের সময় চারতলা থেকে লাফ দিলে তাঁর দুই পা ভেঙে যায়।

ফায়ার সার্ভিসের ওসি এনায়েত হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে দুপুর ১টা ১০ মিনিটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


মন্তব্য