kalerkantho


সিলেটে দুই পক্ষের সংঘর্ষ, ছয়জন বুলেটবিদ্ধ

সিলেট অফিস   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সিলেট নগরে দুই পক্ষের সংঘর্ষে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জন পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরের কাজলশাহ এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ অন্তত ২০ জনকে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় মধুশহীদ জামে মসজিদের বিপরীতে ইসকন মন্দিরে ‘ভক্তবেদান্ত ন্যাশনাল স্টুডেন্টস কম্পিটিশন’ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা চলছিল। মন্দিরের ভেতর থেকে তখন উচ্চ স্বরে গান-বাজনা ও বাদ্যযন্ত্রের আওয়াজ আসছিল বলে মুসল্লিদের অভিযোগ।


মন্তব্য