kalerkantho


রায়পুরে বিএনপি অফিসে আ. লীগের হামলার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজী কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা অফিসের ছাদের ওপর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে চার-পাঁচটি ইটপাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে অফিসে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলছিল। এতে যোগ দেন জেলা বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। পরে দলীয় নেতাকর্মীরা আবুল খায়ের ভূঁইয়াকে পর্যায়ক্রমে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছিল। এ সময় রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সেখানে হামলা করে। পরে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় ও গাজী কমপ্লেক্সের ভেতরে গিয়ে আশ্রয় নেয়।

এ ব্যাপারে জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ জড়ো হওয়ার খবরে আমরা সেখানে গিয়েছি। তারা ওপর থেকে নেতাকর্মীদের ওপর ইটপাটকেল মেরেছে। এসপির অনুরোধে আমরা নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে সরে এসেছি।’

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমাদের কার্যালয়ের কয়েকটি কাচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি পুলিশকে জানিয়েছি।’


মন্তব্য