kalerkantho


ফালুর সম্পদের হিসাব চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বিএনপির সদ্য কমিটির পদত্যাগকারী ভাইস চেয়ারম্যান এবং বেসরকারি টেলিভিশন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু ও তাঁর স্ত্রী মাহবুবা সুলতানার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী দাখিলে গতকাল বুধবার নোটিশ জারি করেছে দুদক। দুদকের উপপরিচালক মলয় কুমার সাহার সই করা নোটিশে আগামী সাত কর্মদিবসের মধ্যে দুদকের কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলা হয়েছে। দুদক সূত্রে জানা যায়, আগামী সাত কার্যদিবসের মধ্যে ফালু ও তাঁর স্ত্রী সম্পদের বিবরণ দাখিল করতে না পারলে, তাঁরা যৌক্তিক কারণ দেখিয়ে দুদক আইন অনুযায়ী আরো সাত কার্যদিবস পাবেন। এর মধ্যেও না পারলে তাঁদের বিরুদ্ধে মামলা করবে দুদক।


মন্তব্য