kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


যশোরে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, যশোর   

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০যশোর সদরের শেখহাটিতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ যুবক গতকাল শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম ইকবাল।

গত ২৮ মার্চ রাতে শেখহাটি মসজিদ মোড়ে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, নির্বাচনী সহিংসতায় নয়। স্থানীয় বিরোধের জের ধরে সে আহত হয়েছিল। তবে ওই দিন বা পরে এ ঘটনা নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।


মন্তব্য