kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।


হরিণের চামড়াসহ দুই পাচারকারী গ্রেপ্তার

খুলনা অফিস   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০খুলনার পুলিশ হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার বিকেলে বটিয়াঘাটা উপজেলার গাঁওঘারা-গজালিয়া ব্রিজের ওপর থেকে থানাপুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মৃত হাসান শেখের ছেলে রকিবুল শেখ (৩৪) ও ভোলার দক্ষিণ আইচা উপজেলার ঢালচর গ্রামের মৃত মোফাজ্জেল পাটোয়ারীর ছেলে শাহীন পাটোয়ারী (৩৫)।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) এনামুল হক জানান, গ্রেপ্তারকৃতরা ট্রাভেল ব্যাগে একটি হরিণের চামড়া নিয়ে সুন্দরবন থেকে ভাড়া করা মোটরসাইকেলে করে খুলনার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৮ ইঞ্চি লম্বা ও ২৪ ইঞ্চি চওড়া একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।


মন্তব্য