kalerkantho


ল্যানসেটের জরিপ

দেশের আড়াই কোটি মানুষ শীর্ণকায়

কালের কণ্ঠ ডেস্ক   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০বাংলাদেশে শীর্ণকায় মানুষের সংখ্যা দুই কোটি ৪৬ লাখ। তবে পুরুষের চেয়ে নারীরা বেশি শীর্ণকায়। ২০১৪ সালের হিসাব অনুযায়ী দেশের ৩৩ শতাংশ নারী শীর্ণকায়। আর শীর্ণকায় পুরুষ আছে ২০ শতাংশ। গতকাল শুক্রবার ‘দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নালে’ প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

হিসাবটি করা হয়েছে বডি ম্যাক্স ইনডেক্স (বিএমআই) পদ্ধতিতে। দৈহিক উচ্চতার সঙ্গে দৈহিক ওজনের অনুপাতই হলো বিএমআই। তাতে ১৮ দশমিক ৫ পয়েন্ট থেকে ২৪ দশমিক ৯ পয়েন্ট পর্যন্ত মানুষকে স্বাস্থ্যবান ধরা হয়। এর নিচে হলে শীর্ণকায় এবং ওপরে হলে স্থূলকায়।

জরিপে দেখা গেছে, ২০১৪ সালে বাংলাদেশে শীর্ণকায় মানুষের সংখ্যা প্রায় দুই কোটি ৪৬ লাখ। এর মধ্যে নারী এক কোটি ৩১ লাখের মতো। আর পুরুষ এক কোটি ১৫ লাখ। ১৯৭৫ সালে দেশে শীর্ণকায় মানুষের সংখ্যা ছিল এক কোটি ১৯ লাখ।

জরিপে দেখা যায়, শীর্ণকায় মানুষের সংখ্যা সবচেয়ে বেশি ইথিওপিয়া, ইরিত্রিয়া ও পূর্ব তিমুরে। তবে ভারত, বাংলাদেশ ও আফগানিস্তানের পাঁচ ভাগের এক ভাগ মানুষ শীর্ণকায়।

সূত্র : এএফপি।


মন্তব্য