kalerkantho


কালের কণ্ঠ বরিশাল অফিসের মোটর সাইকেল চুরি

বরিশাল অফিস   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০কালের কণ্ঠ বরিশাল অফিসের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে নগরের করিম কুটিরসংলগ্ন মেজর এম এ জলিল সড়কে (লাতু চৌধুরী সড়ক) বরিশাল অফিসের ব্যুরো প্রধান রফিকুল ইসলামের বাসভবনের সামনে থেকে বাজাজ ডিসকভার-১৩৫ মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-১৫-২৫০৫। চুরি হয়ে যাওয়া নীল রঙের মোটরসাইকেলটির চেসিস নম্বর MD2DSJNZZSCK45432, ইঞ্জিন নম্বর JNGBSK96114 এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।


মন্তব্য