kalerkantho


মতিঝিলে বাসচাপায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক   

১ এপ্রিল, ২০১৬ ০০:০০রাজধানীর টিকাটুলিতে বাসচাপায় আরিফুল ইসলাম (২২) নামে ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ঢাকা কলেজের বিজনেস স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

মতিঝিল থানার এএসআই রোমান খাকি জানান, টিকাটুলির রহমান ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে সকাল ১১টার দিকে প্রধান সড়কে উঠছিলেন আরিফুল। এ সময় বিপরীত দিক থেকে আসা ৮ নম্বর রুটের একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আরিফুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুলের বাবার নাম আব্দুল ওয়াদুদ। গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। ঢাকায় মতিঝিলে সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টারে তাঁর পরিবার সদস্যরা থাকেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে আরিফুল সবার ছোট।

ভাই হাবিব জানান, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে আরিফ মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হওয়ার পরপরই দুর্ঘটনা ঘটে।


মন্তব্য