kalerkantho


পাবনায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি হাফিজুল গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি   

১ এপ্রিল, ২০১৬ ০০:০০পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি হাফিজুল ইসলামকে (২১) পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার ১৮ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশের একটি দল বেড়া উপজেলার সিঅ্যান্ডবি ইছামতি সেতুর ওপর থেকে হাফিজুলকে গ্রেপ্তার করে। হাফিজুল সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামের আলম ব্যাপারীর ছেলে।

গত ১৩ মার্চ রাতে জেলার সাঁথিয়ায় বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ওই ছাত্রীকে ফরিদ, হাফিজুলসহ কয়েকজন বখাটে যুবক ধর্ষণ করে পার্শ্ববর্তী একটি ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায়।

এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে থানায় ফরিদুল ও হাফিজুলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর থেকে হাফিজুল ও ফরিদ পলাতক ছিলেন।


মন্তব্য