kalerkantho


করিম উদ্দিন ভরসাকে জাপা থেকে অব্যাহতি

রংপুর অফিস   

৩০ মার্চ, ২০১৬ ০০:০০জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ করিম উদ্দিন ভরসাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রেসসচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সঙ্গে সম্পৃক্ত না থাকায় এখন জাতীয় পার্টিতে তাঁর কোনো প্রয়োজন নেই।

শিল্পপতি করিম উদ্দিন ভরসা রংপুরের কাউনিয়া-পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলা থেকে চারবার জাতীয় পার্টি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রাজনৈতিকভাবে বর্তমানে সক্রিয় নন।

সুনীল শুভ রায় কালের কণ্ঠকে বলেন, করিম উদ্দিন ভরসা দীর্ঘদিন ধরে প্রেসিডিয়াম সদস্যের পদ আঁকড়ে ধরে আছেন। অথচ দলীয় কোনো কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকেন না। দলের নীতিমালা ভঙ্গসহ বিভিন্ন কারণে গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক জাপা চেয়ারম্যানের নির্দেশে তাঁকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে করিম উদ্দিন ভরসার বক্তব্য জানা সম্ভব হয়নি।


মন্তব্য