kalerkantho


হাসপাতালে ভর্তি আরিফুল

সিলেট অফিস   

৩০ মার্চ, ২০১৬ ০০:০০সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী জামিনে মুক্তি পেয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। গতকাল মঙ্গলবার সিলেটে পৌঁছে তিনি মীরবক্সটুলা এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর মা আমিনা খাতুন চিকিৎসাধীন। মায়ের অসুস্থতাজনিত কারণে তিনি ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দুটি মামলায়।

জামিনে কারামুক্ত আরিফুল গতকাল সকালে সিলেটে পৌঁছে প্রথমে কুমারপাড়ায় নিজ বাসভবনে যান। এরপর হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করতে যান এবং নিজেও সেখানে ভর্তি হন। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার দুটি মামলায় দীর্ঘদিন কারাবন্দি রয়েছেন বিএনপি নেতা আরিফুল হক।


মন্তব্য