kalerkantho


দুদক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন পাঁচ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক   

২৯ মার্চ, ২০১৬ ০০:০০দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫’ পেয়েছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাঁচ সাংবাদিক। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উপলক্ষে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের (দুর্নীতি দমন কমিশন) প্রধান কার‌্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। 

অ্যাওয়ার্ড বিজয়ী সাংবাদিকরা হলেন দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক হকিকত জাহান হকি, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার নূর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের ডেপুটি চিফ রিপোর্টার বদরুদ্দোজা বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার মোরসালিন হক জুনায়েদ ও আরটিভির রিপোর্টার ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ড প্রদান জুরি বোর্ডের সদস্য দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ইটিভির সিইও মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর প্রমুখ।


মন্তব্য