kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


এএসসিইর সম্মাননা পেলেন পুরকৌশলবিদ আরিফুল হাসনাত

২৯ মার্চ, ২০১৬ ০০:০০এএসসিইর সম্মাননা পেলেন পুরকৌশলবিদ আরিফুল হাসনাত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) পুরকৌশল বিভাগের প্রভাষক আরিফুল হাসনাত আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের (এএসসিই) ২০১৬ সালের জন্য পুরকৌশলের ‘নতুন মুখ’ নির্বাচিত হয়েছেন। এএসসিইতে তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এই বিরল সম্মাননা অর্জন করলেন।

গত ১৭ মার্চ এএসসিইর বার্ষিক অনুষ্ঠানে হাসনাতকে এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে তাঁর গবেষণা নিয়ে একটি ভিডিও উপস্থাপন করা হয়।

হাসনাতের এ পর্যন্ত পাঁচটিরও বেশি জার্নাল প্রকাশিত হয়েছে এবং তাঁর গবেষণা বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে পুরকৌশল বিষয়ক সম্মেলনে উপস্থাপিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য