kalerkantho


মহিলা আ. লীগ নেত্রী নাসিমা বানুর ইন্তেকাল

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ মার্চ, ২০১৬ ০০:০০আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস এ মালেকের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতানা নাসিমা বানু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসধীন গতকাল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুলতানা নাসিমা বানুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র : বাসস।


মন্তব্য