kalerkantho


জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে ৬টি নতুন বিভাগ

নিজস্ব প্রতিবেদক   

২৬ মার্চ, ২০১৬ ০০:০০জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কলেজ পর্যায়ে ছয়টি নতুন বিভাগ খোলার অনুমোদন দিয়েছে। গত বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালের সিনেট হলে অনুষ্ঠিত ৮৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

একাডেমিক কাউন্সিল কলেজ পর্যায়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ, মিউজিক, অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স এবং এভিয়েশন ম্যানেজমেন্ট—এ পাঁচটি বিষয়ে অনার্স এবং থিয়েটার স্টাডিজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালু ও এ সংক্রান্ত রেগুলেশনস ও সিলেবাস অনুমোদন করে।


মন্তব্য