kalerkantho


দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে দুদকের নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   

২৬ মার্চ, ২০১৬ ০০:০০প্রতিবারের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ পালন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার থেকে শুরু হয়ে ১ এপ্রিল পর্যন্ত চলবে এই সপ্তাহ। এবারের স্লোগান—‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’।

দুদকের জনসংযোগ বিভাগ জানায়, ঢাকায় কর্মসূচি শুরু হবে প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের

মধ্য দিয়ে। এরপর দুপুর সাড়ে ১২টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হবে দুর্নীতিবিরোধী কার্টুন ও পোস্টার প্রদর্শনী। আগামীকাল রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের ছাত্রছাত্রীদের সমন্বয় সমাবেশ, শপথ গ্রহণ ও গণসচেতনতা বৃদ্ধি বিষয়ক দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

দুর্নীতিসংক্রান্ত প্রকাশিত সংবাদের জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হবে ২৮ মার্চ; দুদদকের মিডিয়া সেন্টারে। পরদিন সকালে আছে শোভাযাত্রা ও মানববন্ধন। ৩০ মার্চ শিল্পকলা একাডেমিতে হবে দুর্নীতি প্রতিরোধ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা। পরদিন ৩১ মার্চ সকালে দুদকের সম্মেলন কক্ষে হবে সেমিনার। আর শেষ দিন দেশের সব মসজিদে জুমার নামাজের আগে ইমাম দুর্নীতিবিরোধী বক্তব্য দেবেন।

ঢাকার পাশাপাশি দেশের সব মহানগর, জেলা ও উপজেলা

শহরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে।


মন্তব্য