kalerkantho


সেনা ও নৌবাহিনী

অনারারি কমিশন ও পদোন্নতি পেলেন ৫২ জন

নিজস্ব প্রতিবেদক   

২৬ মার্চ, ২০১৬ ০০:০০এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতি এবং ১৯ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে। এ ছাড়া নৌবাহিনীর ১৯ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে। আইএসপিআর এ তথ্য জানিয়েছে। সেনা ও নৌবাহিনীর এ অনারারি কমিশন আজ ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


মন্তব্য