রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আফতাব উদ্দিন ফরাজী (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি মুক্তিযোদ্ধা বলে জানিয়েছে পরিবার।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিস্তান এলাকা থেকে আফতাব উদ্দিনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এক পথচারী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক মামুনুর রশিদ বলেন, বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহতের শ্যালক জামালুর রহমান জানান, আফতাব উদ্দিন একজন মুক্তিযোদ্ধা। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তিনি পরিবার নিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় থাকতেন। গাজীপুরের শ্রীপুরের সোনালী ব্যাংক থেকে চার মাসের মুক্তিযোদ্ধা ভাতা তোলার কথা বলে গতকাল সকাল ১১টার দিকে দক্ষিণখানের বাসা থেকে তিনি বের হয়েছিলেন। এরপর দুপুর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের