kalerkantho


এ পদকের জন্যই তো বেঁচে আছি : মুহিত

নিজস্ব প্রতিবেদক   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ক্ষুব্ধ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বেশ কয়েক দিন পর ফুরফুরে মেজাজে দেখা গেল। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বাধীনতা পদক গ্রহণের আগে ও পরে বেশ খোশ মেজাজে ছিলেন তিনি। বাসায়ও আয়োজন করা হয়েছিল বিশেষ খাবারের।

পদক গ্রহণের পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের অনুভূতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘এ পদকের জন্যই তো বেঁচে আছি।’

পদকের সঙ্গে সম্মানী হিসেবে পাওয়া অর্থ কোন খাতে ব্যয় করবেন, তা নিয়ে এখনো কোনো পরিকল্পনা করেননি মুহিত। অর্থ ব্যয়ের খাত সম্পর্কে জানতে চাইলে ক্ষণিকের জন্য নীরব থাকেন তিনি। পরক্ষণে বলেন, ‘বিষয়টি এখনো সেভাবে চিন্তা করিনি। এটি ভেবে বলতে হবে।’

পদক পাওয়ার দিন উপলক্ষে বাসায় বিশেষ কিছু রান্না বা কোনো আয়োজন ছিল কি না জানতে চাইলে হাসিমুখে অর্থমন্ত্রী বলেন, ‘তা তো কিছু ছিলই।’

স্বামীর পদক প্রাপ্তির দিন স্ত্রী কোনো উপহার দিয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তর না দিয়ে শুধুই হেসেছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার ক্ষেত্রে অবদান রাখায় এ বছর স্বাধীনতা পদক পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পদক নেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক নেওয়ার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যান অর্থমন্ত্রী। পদক গ্রহণ শেষে স্ত্রীকে বাসায় পৌঁছে দেন নিজেই। একসঙ্গে বাসায় দুপুরের খাবার গ্রহণ শেষে পাজামা-পাঞ্জাবি পরে বিকেল পৌনে ৩টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনের সামনে গাড়ি থেকে যখন মন্ত্রী নামেন তখনো তাঁর গলায় ঝুলছিল স্বাধীনতা পদকটি। সেখান থেকেই মন্ত্রী ও আমলারা অর্থমন্ত্রীকে অভিনন্দন জানানো শুরু করেন।


মন্তব্য