kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।


রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষক সমিতিতে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অথরিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ২১টির মধ্যে ১৩টি পদে আওয়ামীপন্থী শিক্ষকরা জয় পেয়েছেন। বাকি আটটিতে জিতেছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও রেজিস্ট্রার মু. এন্তাজুল হক এ ফল ঘোষণা করেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ হলুদ প্যানেলে অংশ নেয়। বিএনপি-জামায়াতপন্থী হিসেবে পরিচিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ’ অংশ নেয় সাদা প্যানেলে। তাতে বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ডিন নির্বাচনের পাঁচটিতে সাদা প্যানেল এবং চারটিতে হলুদ প্যানেলের প্রার্থী জয় পান। পাঁচ ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচনে একটিতে সাদা প্যানেলের প্রার্থী জিতেছেন। বাকি চারটিতেই জয় পেয়েছে হলুদ প্যানেল।


মন্তব্য