kalerkantho


দুটি মামলায় নূর হোসেনের জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৪ মার্চ, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জে সাত খুন মামলার অন্যতম আসামি নূর হোসেনের দুটি জামিন আবেদন গতকাল আদালতে নামঞ্জুর হয়েছে। চাঁদাবাজির দায়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ দুটি মামলা দায়ের হয়েছিল। জামিন আবেদন করা হলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার তা নামঞ্জুর করেছেন।

সূত্র জানিয়েছে, সামসুল হক ও আকরাম হোসেন নামের দুজন ২০১৪ ও ২০১৫ সালে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করেছিলেন। নাসিকের বহিষ্কৃত কাউন্সিলর নূর হোসেন চাঞ্চল্যকর সাত খুন মামলায় গ্রেপ্তার হলে তাঁকে এ দুটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়। আসামি এ দুটি মামলায় জামিন আবেদন করেছিলেন।


মন্তব্য