kalerkantho

নোটিশ বোর্ড

২৪ মার্চ, ২০১৬ ০০:০০নোটিশ বোর্ড

আইইউবির সমাবর্তন আজ

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ১৭তম সমাবর্তন আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সংবাদ বিজ্ঞপ্তি।

 

স্টামফোর্ড ও কাশেম বুন্ডিতের চুক্তি

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও থাইল্যান্ডের কাশেম বুন্ডিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি হয়েছে। গত ২১ মার্চ স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রধান কার্যালয়ে স্টামফোর্ডের উপাচার্য ড. এম. ফিরোজ আহমেদ ও কাশেম বুন্ডিত বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. সুয়াত সুয়ানদে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ চুক্তি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন স্টামফোর্ডের উপ-উপাচার্য ড. কে. মউদুদ ইলাহী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং কাশেম বুন্ডিত বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লিন্ডা সুয়ানদে, ফ্যাকাল্টি মেম্বার মোহাম্মদ আরিফুল ইসলাম ও ওই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইফুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য