kalerkantho

26th march banner

কার্গো বিমান দুর্ঘটনা

তিন ইউক্রেনীয়র মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৪ মার্চ, ২০১৬ ০০:০০কক্সবাজারে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ইউক্রেনের তিন নাগরিকের মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফরেনসিক মর্গে আনা হয় তাঁদের মরদেহ। এরপর গতকাল বুধবার সকালে সড়কপথে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনটি মরদেহ ঢাকা থেকে ইউক্রেনে নেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘তিন ইউক্রেন নাগরিকের মরদেহ আগেই পোস্টমর্টেমসহ যাবতীয় কার্যাদি সম্পন্ন হয়েছে। এখন তাঁদের লাশ দেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। বিমানে নেওয়ার সময় মরদেহ থেকে যাতে দুর্গন্ধ বের না হয় সে জন্য রাসায়নিক দ্রব্য দিয়ে সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


মন্তব্য