kalerkantho


একযোগে ১৭ অধ্যাপকের সংযুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক   

২২ মার্চ, ২০১৬ ০০:০০একযোগে ১৭ অধ্যাপকের সংযুক্তি বাতিল করে নতুন কর্মস্থলে তাঁদের পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাঁদের বেশির ভাগই রাজধানীর নামিদামি কলেজে ছিলেন। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ) এ জেড এম নুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ সংযুক্তি বাতিল করা হয়।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আদেশে সব ধরনের প্রতিষ্ঠান থেকে সংযুক্তি বাতিলের নির্দেশ দেন। সরকারি কলেজগুলোর প্রায় ৯০০ শিক্ষক সংযুক্তি নিয়ে তাঁদের পছন্দের কলেজে চাকরি করছেন। যাঁদের বেশির ভাগেরই পছন্দ রাজধানীর সরকারি কলেজগুলো। এতে মফস্বলের কলেজগুলো শিক্ষক সংকটে ভুগছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে প্রথম ধাপে এ সংযুক্তি বাতিল করে অধ্যাপকদের নতুন কর্মস্থলে পদায়ন করা হলো। গতকালের আদেশে সরকারি বাংলা কলেজের চারজন, ইডেন মহিলা কলেজের দুজন, ঢাকা কলেজের পাঁঁচজন, সরকারি তিতুমীর কলেজের পাঁচজন ও রাজশাহী সরকারি কলেজের এক অধ্যাপকের সংযুক্তি বাতিল করা হয়।


মন্তব্য