kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।


জিল্লুর রহমানের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৬ ০০:০০জিল্লুর রহমানের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে।

জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এর আগে তিনি পাঁচ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (রবিবার) সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এর মধ্যে পারিবারিকভাবে দোয়া মাহফিল হবে জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে। সেখানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে জিল্লুর রহমানের জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা হবে।


মন্তব্য