kalerkantho


মিরপুরে পুলিশ স্মৃতি কলেজে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০১৬ ০০:০০রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার সকালে শহীদ পুলিশ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বেলুন ফুলানোর সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কলেজের পরিচ্ছন্নতাকর্মী গফুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহত অন্য দুজনের মধ্যে বেলুন বিক্রেতা ও এক কলেজ শিক্ষার্থী স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

পুলিশের পল্লবী জোনের এসি এ বি এম জাকির হোসেন বলেন, গতকাল শহীদ পুলিশ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে বেলুন ফোলানোর জন্য গ্যাস সিলিন্ডার আনা হয়। সকালে প্রতিষ্ঠানের ফটকের কাছে বিকট শব্দে সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে। এতে কলেজের এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়।


মন্তব্য