kalerkantho

বুধবার । ২৫ জানুয়ারি ২০১৭ । ১২ মাঘ ১৪২৩। ২৬ রবিউস সানি ১৪৩৮।


সরকারি চাকরির বয়স ৩৫ বছর করার দাবি

সিলেট অফিস   

২০ মার্চ, ২০১৬ ০০:০০সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ সিলেট শাখা এ কর্মসূচির আয়োজন করে।

আয়োজকরা জানান, সকাল

১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শুরু হয়। তাতে শাবিপ্রবির পাশাপাশি সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনের পর হয় সংক্ষিপ্ত সমাবেশ। তাতে বক্তব্য দেন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ সিলেট শাখার সভাপতি মিজান খান, সিলেট বিভাগ সমন্বয়কারী আ র ম বাকীবিল্লাহ, শাবি শাখার সভাপতি দীপংকর

দাস ও সাধারণ সম্পাদক শ্রীপদ দাস।

বক্তারা বলেন, বেশির ভাগ দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরের ওপরে। এমনকি কোনো কোনো দেশে বয়স নির্দিষ্ট করাও নেই। কিন্তু বাংলাদেশে এই বয়সসীমা ৩০ বছর হওয়ায় অনেকেই বেকার বসে আছে।


মন্তব্য