kalerkantho


সুষ্ঠু নির্বাচনের দাবি

কাফনের কাপড় পরে আত্মহত্যার হুমকি বিদ্রোহী প্রার্থীর

বরিশাল অফিস   

১৯ মার্চ, ২০১৬ ০০:০০সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মুলাদীর কাজীরচর ইউনিয়নে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী কবর খুঁড়ে কাফনের কাপড় পরে আত্মহত্যার হুমকি দিয়েছেন। গতকাল ইঞ্জিনিয়ার ইউসুফ আলী হাওলাদার নামের ওই প্রার্থীকে ‘কবর’ থেকে তোলা হয়। এরপর তাঁর সমর্থকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন আহত হয়। ইউসুফ আলী হাওলাদার মুলাদী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

স্থানীয় লোকজন জানায়, দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী হাওলাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন। অভিযোগ আছে, তাঁর নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মন্টু বিশ্বাসের সমর্থকরা শুরু থেকেই বাধা দিয়ে আসছে। একাধিকবার হুমকি দিয়েছে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য। এ অবস্থায় বাধ্য হয়ে গতকাল সকালে তিনি কাজীরচর গ্রামে বাড়ির সামনে নিজে কবর খোঁড়েন। পরে কাফনের কাপড় পরে সেখানে অবস্থান নেন। এ খবর পেয়ে তাঁর সমর্থকরা সেখানে জড়ো হয়। সেখানে ইউসুফ আলী হাওলাদার হুমকি দেন, আগামী ২২ মার্চের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে তিনি আত্মহত্যা করবেন। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ।


মন্তব্য