kalerkantho


চট্টগ্রামে জাফর ইকবাল

প্রচলিত শিক্ষাব্যবস্থা শিশুদের মুখস্থ বিদ্যায় আগ্রহী করে তুলছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৯ মার্চ, ২০১৬ ০০:০০অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা শিশুদের মুখস্থ বিদ্যার প্রতি আগ্রহী করে তুলছে। পরীক্ষা পাসের জন্য শিশুরা তোতাপাখির মতো বই মুখস্থ করছে। এভাবে শিশুদের মেধা বিকশিত হয় না। তাদের মেধা বিকাশের সুযোগ দিন।’

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের ডিসি হিল নজরুল মঞ্চে ‘জামাল নজরুল কিশোর বিজ্ঞান সম্মেলন’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। গত বৃহস্পতিবার জাতীয় শিশু দিবসে এ কিশোর বিজ্ঞান সম্মেলন শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক শামসুল হোসাইন। অতিথি ছিলেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের সহধর্মিণী সুরাইয়া ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, গণিত অলিম্পিয়াডের সম্পাদক মুনীর হাসান এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন।


মন্তব্য