kalerkantho


বিএনপির স্থায়ী কমিটি

গঠনতন্ত্রের সংশোধন প্রস্তাব অনুমোদন শেষ বৈঠকে

নিজস্ব প্রতিবেদক   

১৮ মার্চ, ২০১৬ ০০:০০বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের প্রাক্কালে দলের গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় স্থায়ী কমিটি। কাউন্সিলের দুই দিন আগে গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব অনুমোদিত হয়। বর্তমান স্থায়ী কমিটির এটিই ছিল শেষ বৈঠক।

বৈঠকের ফাঁকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। তবে কী কী সংশোধন আসছে সে বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা তা তুলে ধরতে পারছি না।’

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম মহাসচিবের সংখ্যা বাড়ছে না। গবেষণা সেলও থাকছে। তবে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে।


মন্তব্য