kalerkantho


পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৬ ০০:০০চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো চারুলিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে তানিম হোসেন (৭) ও ছানোয়ারের চাচাতো ভাই মনোয়ার হোসেনের মেয়ে মনোয়ারা খাতুন (৮)। গতকাল সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

চারুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দুলাল উদ্দিন আজাদ জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু তানিম ও মনোয়ারা সবার অজান্তে বাড়ির পাশের টিপু মাস্টারের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। সন্ধ্যায় পুকুরে শিশু দুটির লাশ পাওয়া যায়।


মন্তব্য