kalerkantho


কবি রফিক আজাদের কুলখানি আজ

নিজস্ব প্রতিবেদক   

১৮ মার্চ, ২০১৬ ০০:০০কবি রফিক আজাদের  কুলখানি আজ

সদ্য প্রয়াত ষাটের দশকের অন্যতম কবি রফিক আজাদের কুলখানি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর ধানমণ্ডির বাসভবনে (বাসা-১৩৯/৪এ, রোড-১) বাদ আসর এ কুলখানিতে কবির বন্ধু-স্বজন, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

‘ভাত দে হারামজাদা—তা নাহলে মানচিত্র খাব’—জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে উদ্বেলিত করা এ রকম অজস্র কবিতার স্রষ্টা রফিক আজাদ গত শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পরে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই মুক্তিযোদ্ধা-কবিকে।

একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পাওয়া এ কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে—অসম্ভবের পায়ে, চুনিয়া আমার আর্কেডিয়া, বর্ষণে আনন্দে যাও মানুষের কাছে, আমার মানুষ গান গায়, মৌলবীর মন ভালো নেই ইত্যাদি।


মন্তব্য