kalerkantho


আইসিটিতে এগিয়ে যাওয়ায় হ্যাকারদের টার্গেটে বাংলাদেশ

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ মার্চ, ২০১৬ ০০:০০আইসিটিতে এগিয়ে যাওয়ায় হ্যাকারদের টার্গেটে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ আইসিটি খাতে এগিয়ে যাচ্ছে। এ জন্য হ্যাকারদের অন্যতম টার্গেট এখন বাংলাদেশ। জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় মঙ্গলবার প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশ : দ্য নেক্সট আইসিটি ডেস্টিনেশন’ শিরোনামে ইউরোপীয় বিনিয়োগকারীদের উদ্দেশে রাখা উপস্থাপনায় সজীব ওয়াজেদ জয় বলেন, গত সাত বছরে দেশে তথ্যপ্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে। বিনিয়োগ অব্যাহত থাকলে এই খাতকে ঈর্ষণীয় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। সরকার স্বল্প সময়ে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রযুক্তিসেবা পৌঁছে দিয়েছে।

মেলায় সজীব ওয়াজেদ জয় ছাড়াও প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে বক্তৃতা করেন বিশ্বখ্যাত কোর মিডিয়ার প্রধান নির্বাহী সোরেন স্ট্যমার, ম্যাট্রিক্স-৪২-এর প্রধান প্রযুক্তি নির্বাহী অলিভার বেনডিগ, লেটারপের প্রতিষ্ঠাতা কজমিন ইয়ানি প্রমুখ।

জার্মানির হ্যানোভায় শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট-২০১৬’। এ মেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। সূত্র : বাসস।


মন্তব্য