kalerkantho


পদ্মা সেতুতে রেললাইন স্থাপনে শিগগির চুক্তি

নিজস্ব প্রতিবেদক   

১৭ মার্চ, ২০১৬ ০০:০০পদ্মা সেতু প্রকল্পে রেললাইন স্থাপনে শিগগির চুক্তি সই হবে। আর যমুনায় বঙ্গবন্ধু সেতু, চট্টগ্রামে কর্ণফুলী সেতু ও রূপসায় রেল সেতু প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে।

গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটি সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, সিরাজুল ইসলাম মোল্লা, ইয়াসিন আলী, ফাতেমা জোহরা রানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে রেলওয়ের ভূসম্পত্তি ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রচলিত নীতিমালা বাস্তবমুখী ও যুগোপযোগীকরণ, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে ইঞ্জিন বা বগি কেনা, লাইন সম্প্রসারণে নেওয়া মাস্টার প্ল্যানের আওতায় ২৩৫টি প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।


মন্তব্য