kalerkantho


টাঙ্গাইল উপনির্বাচন স্থগিতই থাকছে

নিজস্ব প্রতিবেদক   

১৬ মার্চ, ২০১৬ ০০:০০টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কাদের সিদ্দিকীকে আগামী ৩ মের মধ্যে আপিল দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। আপিলের শুনানির জন্য এ দিনটি ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল শুনানি শেষে এ আদেশ দেন।

আইনজীবীরা জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে কাদের সিদ্দিকীর করা আপিল আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ এ আদেশ দেন। ৩ মে পর্যন্ত উপনির্বাচনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে আইনজীবী ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার ড. মুহাম্মদ ইয়াসীন খান। টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন নিয়ে গত বছর ২ নভেম্বর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিলেন। আপিল বিভাগ এ স্থগিতাদেশ প্রত্যাহার করায় আগামী ২০ মার্চ এ আসনে উপনির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।


মন্তব্য