kalerkantho


সদস্য পদপ্রার্থীরাও সহিংস, কিশোরগঞ্জে একজন নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০সদস্য পদপ্রার্থীরাও সহিংস, কিশোরগঞ্জে একজন নিহত

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে দলীয় ও বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীদের পাশাপাশি সদস্য পদপ্রার্থীর কর্মী-সমর্থকরাও জড়িয়ে পড়ছে সহিংসতায়। বেশির ভাগ ক্ষেত্রে চেয়ারম্যান পদপ্রার্থীদের সহিংসতার প্রভাব পড়ছে সদস্য পদপ্রার্থীদের মধ্যে। গত রবিবার রাতে কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নে সদস্য পদপ্রার্থীদের দুই পক্ষের সহিংসতায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম সোহেল মিয়া (৩৫)। তিনি সদস্য পদপ্রার্থী আব্দুস সালামের সমর্থক ছিলেন। এদিকে রবিবার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, ময়মনসিংহ ও সাতক্ষীরা বরিশালে  সংঘর্ষ অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩১ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন। 

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে মিছিল করাকে কেন্দ্র করে দুই সদস্য পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কৃষক সোহেল মিয়া নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল বেরুয়াইল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। ঘটনার পর থেকে প্রতিপক্ষ সদস্য পদপ্রার্থী জহির পলাতক রয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।


মন্তব্য