kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


ভুটানের রানিমাতা ঢাকায়

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০ভুটানের রানিমাতা ঢাকায়

ভুটানের রানিমাতা শেরিং পেম ওয়াংচুক পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন। গতকাল সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলেট) মিজানুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের তৃতীয় স্ত্রী ও বর্তমান রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুকের মা শেরিং ভুটানের যুব উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের (ওয়াইডিএফ) প্রেসিডেন্ট। ওয়াইডিএফের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন রাজমাতা, যাতে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর মেয়ে প্রিন্সেস চিমি ইয়াংজম ওয়াংচুক। তিনি সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট।


মন্তব্য