kalerkantho


চার সচিবের দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০চার সচিবের দপ্তর বদল এবং দুইজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় এসেছেন পরিকল্পনা কমিশনের সদস্য এস এম গোলাম ফারুক। বস্ত্র ও পাট সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারকে বস্ত্র ও পাট সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার রায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন। এ ছাড়া দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর ঢাকার বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।


মন্তব্য