kalerkantho


ল্যাবএইডে ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০ল্যাবএইডে ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তির উদ্বোধন

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গতকাল ব্রেস্ট ক্যান্সারের সর্বাধুনিক প্রযুক্তির উদ্বোধন করা হয়। ছবি : কালের কণ্ঠ

ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ের সর্বাধুনিক প্রযুক্তি অ্যামুলেট ইনোভেলিটি যুক্ত হয়েছে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে। নতুন এ থ্রিডি মেমোগ্রাফি মেশিনটি গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক শাহলা খাতুন। বিশেষ অতিথি ছিলেন  সংগীতশিল্পী শাকিলা জাফর। সভাপতিত্ব করেন ল্যাবএইড গ্রুপের উপদেষ্টা (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মঞ্জুর এ মোল্লা। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের চিফ কনসালট্যান্ট মেজর (অব.) ডা. লায়লা আর্জুমান্দ বানু।

অনুষ্ঠানে আলোচকরা জানান, সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি এবং এই ক্যান্সারে মৃত্যুর হারও সবচেয়ে বেশি। প্রতিবছর বাংলাদেশে প্রায় ১৫ হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় সাত হাজার নারী এই ক্যান্সারে মৃত্যুবরণ করে। তবে প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ শনাক্ত করা গেলে এ ক্যান্সার নিরাময় সম্ভব।


মন্তব্য